কোটা আন্দোলনে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থী গুলিবিদ্ধ

কোটা আন্দোলনে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থী গুলিবিদ্ধ

চলমান কোটা আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছেন রাজধানীর সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী জুলহাস জয়।  তিনি ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে গুলিবিদ্ধ হন জয়। রামপুরা এলাকায় তিনি তার বন্ধুদের সাথে কোটা সংস্কারের আন্দোলন করছিলেন। জানা গেছে, রামপুরায় আন্দোলনরত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনরত ছিল জয়। পরবর্তীতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন

একপর্যায়ে কোটা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ শটগান নিক্ষেপ করে। পুলিশের ছোড়া শটগান শোল এসে লাগে জয়ের কাঁধে ও চোখে। আহত জয় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছেন।

 

জয়ের সহপাঠী সাব্বির হাওলাদার বলেন, জয়ের অবস্থা এখন ভাল। তবে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে পুলিশ কেন গুলি চালাবে? পুলিশের ছোড়া গুলিতেই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে জয়। এমন অন্যায় হামলায় আমরা যথাযথ বিচার চাই।

শেয়ার করুন:

Recommended For You