ভোলায় ‘কমপ্লিট শাটডাউন’ চলছে

ভোলায় ‘কমপ্লিট শাটডাউন’ চলছে
শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও কোটা সংস্কারের এক দফা দাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশের ন্যায় ভোলা কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ চলছে।
বৃহস্পতিবার  (১৮ জুলাই) সকালে   ভোলা বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ইলিশ চত্তরে রাস্তা অবস্থান নেয় শিক্ষার্থীরা।এসময় ভোলা-ইলিশা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।এতে করে ভোলা- ইলিশা আঞ্চলিক মহা সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।পরে পুলিশ এসে আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে দাওয়া দিয়ে ছত্র ভঙ্গ করে দেয়।

সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন https://worldglobal24.com/latest/

এদিকে, সকাল থেকে  ভোলার বিভিন্ন স্থানে  সাধারণ ছাত্রছাত্রী ও বিভিন্ন ছাত্র সংগঠন কোটাবিরোধী আন্দোলনের সমার্থনে বিক্ষোভ মিছিল ও অবস্থা কর্মসুচি পালন করে ।
তবে, ভোলা কোন অপ্রতিকর ঘটনা ঘটনি।অন্যান্য দিনের মতো জনজীবন স্বাভাবিক অবস্থানে রয়েছে। খোলা রয়েছে দোকানপাট সহ সকল প্রতিষ্ঠান। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়ন রয়েছে ।
শেয়ার করুন:

Recommended For You