তিন দিনের সফরে স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে রাজনৈতিক সম্পর্ক জোরদারে সরকার মনোযোগ দিচ্ছে।

আগামী ২১ জুলাই স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সফরে মাদ্রিদ যাচ্ছেন। বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর এটাই মাদ্রিদে প্রথম রাষ্ট্রীয় সফর। সফরে দুই দেশের সম্পর্কের উত্তরণের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগ অগ্রাধিকার পাবে।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গত মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাদ্রিদে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়ে চিঠি লেখেন। ওই আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি ২১ জুলাই স্পেন যাচ্ছেন।

মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী ২৩ থেকে ২৫ জুলাই জি-২০-এর বিশেষ অধিবেশন ও দ্বিপক্ষীয় আলোচনায় যোগ দিতে ব্রাজিল যাচ্ছেন। ব্রাজিল সফরের আগে তিনি স্পেন যাবেন। সব মিলিয়ে এ মাসে চীনসহ শেখ হাসিনা তিনটি দেশে দ্বিপক্ষীয় বৈঠক করছেন।

সূত্রঃ প্রথম আলো  

Recommended For You