পাবনায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় শিক্ষার্থীরা ছাত্রলীগের ৫টি মোটরসাইকলে ভাংচুর করেছে। পুরো শহর দখল করে ব্যাপক শোডাউন দিচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। এছাড়াও ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ডিগ্রি বটতলা মোড়ে এঘটনা ঘটে। এরিপোর্ট লেখা পর্যন্ত পাবনার মেরিল পাইবাস থেকে টার্মিনাল পর্যন্ত অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
এদিন বেলা সাড়ে ১১টার দিকে পাবনা এডওয়ার্ড কলেজের প্রধান গেটের সামনে জড়ো হন পাবনার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। পরে একটি বিক্ষোভ মিছিল পাবনা শহর প্রদক্ষিণ করে আবারও এডওয়ার্ড কলেজের প্রধান গেটের সামনে জড়ো হন।
সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন https://worldglobal24.com/latest/
এসময় শিক্ষার্থীরা ডিগ্রি বটতলা মোড়ের দিকে রওনা হলে ছাত্রলীগের ছেলেরা শিক্ষার্থীদের ধাওয়ার দেওয়ার চেষ্টা করে। এসময় কয়েক রাউন্ড গুলি শব্দ শোনা যায়। শিক্ষার্থীরা পাল্টা ধাওয়া দিলে ছাত্রলীগের নেতাকর্মীরা সটকে পড়েন।
এসময় তাদের ফেলা যাওয়া ৫টি মোটর সাইকেল ভাংচুর করে শিক্ষার্থীরা। পরে তারা আবারও পাবনা শহর দখল করে বেশ কিছুক্ষণ শোডাউন দিতে দিতে পাবনার মেরিল পাইবাসের দিকে চলে যায়।
একই সময়ে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তারাও শোডাউন দিতে দিতে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালের দিকে চলে যায়।
এদিকে বিক্ষোভ চলাকালে স্বল্পসংখ্যাক পুলিশ, বিজিবি ও ডিবি পুলিশের উপস্থিত থাকলেও কোনো অপ্রতিকর ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা শহর ছেড়ে টার্মিনালের দিকে চলে গেলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের বিক্ষোভ করতে দেখা যায়।