আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলায় কানাডায় প্রতিবাদ সমাবেশ

আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলায় কানাডায় প্রতিবাদ সমাবেশ

কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নীপিড়ন এবং হত্যার প্রতিবাদে টরন্টোয় তিনটি পৃথক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাংস্কৃতিক সংগঠন অন্যস্বর ও অন্য থিয়েটারের উদ্যোগে সন্ধ্যায় টরন্টোর শহীদ মিনার চত্বরে মৌন প্রতিবাদ, বাংলা টাউনে কানাডার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যধয়নতরত বাংলাদেশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ হয়।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন

এর আগে বিকেলে শহীদ মিনারে সাধারণ নাগরিকদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশগুলোয় বক্তারা সবধরনের সহিংসতার তীব্র নিন্দা ও ক্ষোভ জানান।

তারা ছাত্রহত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে কোটা সংস্কারের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশগুলোয় শুরুতে আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শেয়ার করুন:

Recommended For You