ফের ঢাবিতে পুলিশ-শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

ফের ঢাবিতে পুলিশ-শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। প্রথমে ধাওয়া দিয়ে এবং এরপর টিয়ারশেল ছুড়ে তাদের অবস্থান থেকে হটিয়ে দেওয়া হয়।

বুধবার (১৭ জুলাই) কফিন মিছিল থেকে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

সরেজমিনে দেখা যায়, পুলিশ শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে টিয়ারশেল ও সাইন্ড গ্রেনেড নিক্ষেপ করছে এবং শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছে।

সবার আগে সর্বশেষ সংবাদ পেতে অনুসরণ করুন https://worldglobal24.com/latest/
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, এই আন্দোলন আমরা বৃথা যেতে দেব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে সরে যাবো না।এর আগে সরেজমিনে দেখা গেছে, ভিসি চত্বরে গায়েবানা জানাজা শেষে প্রতিকী কফিন নিয়ে টিএসি অভিমুখে যাত্রা করে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা কফিন নিয়ে রোকেয়া হলের সামনে আসতে বাধা দেয় পুলিশ। কয়েকটি বাধা অতিক্রম করে সামনে এগোতে চাইলে তা করতে দেয়নি পুলিশ।

 

শেয়ার করুন:

Recommended For You