জাতীয় প্রেসক্লাবের সামনে দুই বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ট্রান্স সিলভা পরিবহনের দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। তবে এখনো হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি।

সবার আগে সর্বশেষ সংবাদ পেতে অনুসরণ করুন https://worldglobal24.com/latest/
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রান্স সিলভা পরিবহনের দুটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে রাজধানীর ১৫-২০টি স্থানে একযোগে সড়ক অবরোধ শুরু করেন বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধে গোটা রাজধানী অচল হয়ে পড়েছে। পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বগুড়াসহ দেশের প্রায় সর্বত্র শিক্ষার্থীরা সড়কে নেমে এসেছেন। দুপুরের পর থেকে ঢাকার সায়েন্সল্যাব এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ শুরু হয়।
শেয়ার করুন:

Recommended For You