চানখারপুলে ছাত্রলীগ-শিক্ষার্থীদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

চানখারপুলে ছাত্রলীগ-শিক্ষার্থীদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

রাজধানীর চাঁনখারপুল এলাকায় কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে চার শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ওই এলাকার নিয়ন্ত্রণ নেন ঢাবি শিক্ষার্থীরা। ফলে এই এলাকার যান চলাচল বন্ধ রয়েছে। তবে, ঢাকা মেডিকেল ও বার্ণ ইন্সটিটিউটে আসা অ্যাম্বুলেন্সকে নির্বিঘ্নে চলাচলের সুযোগ করে দিচ্ছেন তারা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগত ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। হামলায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হল-চানখারপুল রোডে দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় চানখারপুল-ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) এলাকা দখলে নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন

এসময় শিক্ষার্থীদের ‘কোটা না মেধা, মেধা মেধা’ ‘হই হই রই রই, ছাত্রলীগ গেলি কই’ কে রাজাকার কে রাজাকার, তুই রাজাকার তুই রাজাকার’, ‘মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্র কারো বাপের না’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘আমার স্বাধীন বাংলায়, একের কথা চলে না’, ‘তুমি কে আমই কে, বাঙালি বাঙালি’, ‘লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারো বাপের না’ ইত্যাদি স্লোগান দিতে শুনা যায়।

এছাড়াও শিক্ষার্থী-ছাত্রলীগ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় প্রায় ২০ জনেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। এর আগে বেলা ৩টার পর থেকে দ্বিতীয় দিনের মতো কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়েছে। ধাওয়া-পাল্টা ধাওয়ায় শহীদুল্লাহ হল থেকে চানখারপুল রোড রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষের একপর্যায়ে চানখারপুল ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) এলাকা দখলে নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।

 

Recommended For You