বেইলি রোডে ভিকারুননিসা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বেইলি রোডে ভিকারুননিসা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

কোটা সংস্কারের দাবি ও শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীর বেইলি রোডে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরের দিকে বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনে সড়ক অবরোধ করে নানা স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি ও শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে চলমান আন্দোলনের অংশ হিসেবে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন

এ সময় শিক্ষার্থীরা ‘চেয়েছিলাম অধিকার-হয়ে গেলাম রাজাকার’, ‘তুমি নও আমি নই-রাজাকার রাজাকার’, ‘কে রাজাকার কে রাজাকার-তুই রাজাকার তুই রাজাকার’, ‘এসো ভাই এসো বোন-গড়ে তুলি আন্দোলন’, ‘কোটা না মেধা-মেধা মেধা’ ইত্যাদি নানা স্লোগান দিতে থাকেন। এ সময় শিক্ষার্থীদের স্লোগানের সঙ্গে একাত্মতা পোষণ করে অনেক অভিভাবককেও অংশ নিয়ে স্লোগান দিতে দেখা যায়।

শেয়ার করুন:

Recommended For You