ঢামেকে দফায় দফায় হামলা, আতঙ্কে রোগী-স্বজনরা

ঢামেকে দফায় দফায় হামলা, আতঙ্কে রোগী-স্বজনরা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর দফায় দফায় ছাত্রলীগের হামলায় আতঙ্কিত হয়ে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।

সোমবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটে। এতে আহত হন বেশ কিছু শিক্ষার্থী। পরে তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা সেবা নিতে আসে। এরপর দফায় দফায় হেলমেট পরে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

ঢামেকে দফায় দফায় হামলা, আতঙ্কে রোগী-স্বজনরাঢামেকে দফায় দফায় হামলা, আতঙ্কে রোগী-স্বজনরা

সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন https://worldglobal24.com/latest/

হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা কয়েকজন নারী জানান, আমরা হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসেছি কিন্তু দেখছি হেলমেট পরা কয়েকজন হাতে লাঠিসোঁটা নিয়ে মেডিকেলের জরুরি বিভাগের ভেতরে ঢুকে যাকে পাচ্ছে তাকেই পেটাচ্ছে। তবে কোন পক্ষ কোন পক্ষকে পেটাচ্ছে সেটি বোঝার কোনো উপায় নেই। আমরা সাধারণ মানুষ, আমরা এখানে চিকিৎসা সেবা নিতে এসেছি। আমরা তাদের হামলায় ভয়ে-আতঙ্কে আছি।

এর আগে বিকেল ৩টার পর থেকে সাড়ে ৫ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। আন্দোলনকারীদের অভিযোগ, ছাত্রলীগ তাদের ওপর হামলা করেছে। হামলায় শতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন।
শেয়ার করুন:

Recommended For You