বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের নতুন কমিটি

বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের নতুন কমিটি

বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

রোববার (১৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএসএমএমইউর নিউরোসার্জারি বিভাগের লেকচারার হলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সবমিলিয়ে সারা দেশের ২৫০ জন নিউরোসার্জন উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেন। নির্বাচনে সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. ধীমান চৌধুরী। ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন অধ্যাপক ডা. মো. শফিউল আলম। ট্রেজারার হিসেবে নির্বাচিত হয়েছেন সহযোগী অধ্যাপক ডা. মো. আতিকুর রহমান।

জয়েন্ট সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. মনসুর আহম্মেদ, সায়েন্টিফিক সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. মো. রকিবুল ইসলাম, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. আহসান মোহাম্মদ হাফিজ। এছাড়া, কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. মো. রাজিউল হক, অধ্যাপক ডা. মইনুল হক সরকার, অধ্যাপক ডা. সৌমিত্র সরকার, ডা. মো. রবিউল করিম ও অধ্যাপক ডা. মোহাম্মদ নজরুল হোসেন।

শেয়ার করুন:

Recommended For You