প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব রবিউল ইসলাম বলেছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। স্মার্ট লোহাগড়া গড়তে হলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, তা হলো যুবসমাজ কে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হবে। তাদেরকে মাদকের হাত থেকে রক্ষা করে পূর্নবাসন করতে হবে। শিক্ষিত যুবসামাজ কে ফিল্যান্সিং ট্রেনিং দিতে হবে এবং তাদেরকে আতœনির্ভরশীল করে গড়ে তুলতে হবে।
শনিবার (১৩ জুলাই) দুপুরে লোহাগড়ায় মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসাবে স্মার্ট লোহাগড়া গড়ার লক্ষ্যে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কর্মসুচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা তিনি বলেন।
লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম ফয়জুল হক রোম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পুলিশের সিআইডি এর ডিআইজি নাজমুল আলম,লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল হক, লোহাগড়া আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, সাবেক লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এস, এ,হান্নান রুনু ও সৈয়দ ফয়জুল আমীর লিটু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি,সুশীল সমাজের প্রতিনিধি,গনমাধ্যম কর্মিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।