শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচ হলেন জয়সুরিয়া

শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন কোচ হলেন জয়সুরিয়া

ওয়ানডে বিশ্বকাপের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপও ভালো কাটেনি সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কার। টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার দায়ভার নিজ কাঁধে নিয়ে শ্রীলঙ্কার কোচের পদ থেকে সরে দাঁড়ান ক্রিস সিলভারউড।

এরপর থেকে দলটি কোচশূন্য। কোচের শূন্যস্থান পূরণ করে শ্রীলঙ্কা ক্রিকেট। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে লঙ্কানদের দায়িত্ব দেওয়া হয়েছে দেশটির সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়াকে। যা গতকাল এক বিবৃতিতে নিশ্চিত করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। চলতি মাসে ঘরের মাটিতে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে লঙ্কানরা।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন

এছাড়াও আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে তিনটি টেস্ট খেলবে হাসারাঙ্গারা। এই দুই সিরিজে দায়িত্ব পালন করার জন্য জয়সুরিয়ার হাতে দায়িত্ব দেয় লঙ্কান ক্রিকেট বোর্ড। তিনি ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে লঙ্কানদের মেন্টর হিসেবে কাজ করছেন সাবেক এই অধিনায়ক।

শেয়ার করুন:

Recommended For You