ইবিতে পঁচা ডিম বিক্রির অভিযোগে হোটেল সিলগালা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিয়া মোড়ে অবস্থিত ঢাকা বিরিয়ানী হাউজ নামের এক খাবার হোটেলে পঁচা ডিম বিক্রির অভিযোগে সিলগালা করা হয়েছে। রোববার (০৭ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে। 
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষার্থী ও ভোক্তা অধিকার সংগঠন ‘কনজুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) এর সদস্য রউফুল্লাহ খানকে পঁচা ডিম পরিবেশন করা হয়।
সবার আগে সর্বশেষ সংবাদ পেতে অনুসরণ করুন https://worldglobal24.com/
বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ভোক্তা অধিকার সংগঠন ‘কনজুমার ইয়ুথ বাংলাদেশ’ কে জানানো হলে তারা মৌখিক অভিযোগ দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ মৌখিক অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের  তিন সহকারী প্রক্টর। তারা হলেন সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন, প্রভাষক মো. ইয়ামিন মাসুম ও প্রভাষক নাসির মিয়া। সেসময় অভিযোগ প্রমানিত হওয়ায় খাবার হোটেলটি সিলগালা করে দেওয়া হয়।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন বলেন, আমরা মৌখিক অভিযোগের প্রেক্ষিতে দোকানে এসে ঘটনার সত্যতা পাওয়ায় দোকানটি সিলগালা করেছি। এবিষয়ে তাদেরকে প্রক্টর অফিসে আসতে বলা হয়েছে। বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত হোটেলটি বন্ধ থাকবে।
এর আগেও ঢাকা বিরয়ানী হাউজ পঁচা মাংস বিক্রির অভিযোগে বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে আবারও চালু হয় খাবার হোটেলটি। এছাড়াও হোটেলের বিরুদ্ধে বিভিন্ন সময় খাবারে পোকা পাওয়া ও বাসী-পঁচা খাবার পরিবেশনের অভিযোগ করে শিক্ষার্থীরা।
শেয়ার করুন:

Recommended For You