ক্রিকেট বল গায়ে লাগায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

কিশোরগঞ্জের ভৈরবে ক্রিকেট বল শিশুর গায়ে লেগে আহত হত্তয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এই সময় ৫টি বাড়ী ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রবিবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০ টা থেকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নে এই ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত রাখার জন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহত ১৫ জন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয়। এর মধ্যে ১০ জন কে  প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় ও ৪ জন কে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া উন্নত চিকিৎসার জন্য জিলানী নামের একজন কে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
সবার আগে সর্বশেষ সংবাদ পেতে অনুসরণ করুন https://worldglobal24.com/
প্রতক্ষ্যদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুই দিন আগে চাঁন মিয়ার বাড়ীর ছেলেরা ফুল মিয়া গোষ্টির বাড়ীর পাশে ক্রিকেট খেলতে আসে। খেলার সময় ক্রিকেটের বল মাথায় লেগে ফুল মিয়ার বাড়ীর এক শিশু আহত হয়। এই ঘটনা কে কেন্দ্র করে উভয় গোষ্টী সংঘর্ষে জড়ায়। পরে এলাকার ইউপি চেয়ারম্যান বিষয়টি মিমাংসা করে দেয়।
পরে গতকাল ফুল মিয়ার বাড়ীর এক কিশোর নিহিত মিয়া বাড়ীর মাঠে গেলে তাকে চাঁন মিয়ার বাড়ীর লোকজন মারধর করে এবং একই দিন বিকালে ইব্রাহিম মিয়া নামের আরেক বয়স্ক লোককে মারধরের ঘটনা ঘটলে ফের এলাকায় উত্তেজনা দেখা দেয়। আজ বরিবার সকালে চাঁন মিয়ার বাড়ীর লোকজন ফুল মিয়ার বাড়ীতে হামলা চালালে শুরু হয় সংঘর্ষ চলে দুপুর পর্যন্ত। তখন উভয় পক্ষ ইটপাটকেল ও রেলের পাথর ও দেশিয় অস্ত্র নিয়ে একে অন্যের উপর ঝাপিয়ে পড়ে। শুরু হয় ধাত্তয়া পাল্টা ধাত্তয়া ও ইটপাটকেল নিক্ষেপ। পরে পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি), মো. সফিকুল ইসলাম বলেন, ক্রিকেট বল গায়ে লাগাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে  সংঘর্ষ হয়। এ বিষয়ে আমরা স্থানীয় নেতৃবৃন্দসহ ইউপি চেয়ারম্যান কে দায়িত্ব দেয়া হয়েছে তারা বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করবে। পরবর্তীতে যদি এই বিষয়টি নিয়ে আবার কোনো রকম ঝগড়ার সৃষ্টি হয় তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিবো এবং তাদের আইনের আওতায় আনবো।

Recommended For You