সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় লিডার্সের বাস্তবায়নে উপকূলীয় এলাকায় অভিযোজিত কৃষি সম্প্রসারণের লক্ষ্যে সংগঠনের প্রধান কার্যালয়ে প্রান্তিক কৃষকের মাঝে লবণ ও খরা সহনশীল ধানবীজ, জৈব সার ও সবজি বীজ বিতরণ করা হয়। রবিবার (৭ জুলাই) সকাল ১১ টায় এ উপকরণসমুহ বিতরণ করা হয়েছে।
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতীরা ৪ আসনের সংসদ সদস্য এস. এম. আতাউল হক দোলন। প্রধান অতিথি বক্তব্যে সরকারের পাশাপাশি কৃষি খাতকে আরো সম্প্রসারিত করার লক্ষ্যে ধানবীজ, সবজিবীজ ও জৈব সার বিতরণের জন্য তিনি লিডার্সকে ধন্যবাদ জানান। তিনি বক্তব্যে কৃষি ফসল উৎপাদনে কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে সরকারের কৃষি বিষয়ক উন্নয়ন পরিকল্পনার কথা অবহিত করেন।
লিডার্সের কার্যনির্বাহী পরিষদের সদস্য রনজিৎ কুমার বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান উৎপল কুমার জোয়াদ্দার, ইউপি সদস্য হরিদাস হালদার, ইউপি সদস্য নিপা চক্রবর্তী, মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের শিা বিষয়ক সম্পাদক শেখ নুরুজ্জামান টুটুল লির্ডাস কর্মকর্তাবৃন্দ, কৃষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ।
বক্তারা বলেন কৃষি যত প্রযুক্তি নির্ভর হবে কৃষিতে উন্নয়ন তত সম্প্রসারিত হবে। ধানের পাশাপাশি বেশি করে সবজি উৎপাদন ও প্রতিদিনের খাদ্যাভ্যাসের মধ্যে শাকসবজি একটু বেশি পরিমাণে রাখার পরামর্শ দেন। বর্তমান সময়োপযোগী লবন ও খরা সহনশীল ধানের জাত নির্ধারন ও সরকারের পাশাপাশি কৃষিখাতে জনগণের পাশে দাঁড়ানোর জন্য আহব্বান জানান।
অনুষ্ঠানে কৃষকদের আমন মৌসুমে লবণ ও খরাসহনশীল ধানচাষে আগ্রহী করণের লক্ষ্যে শ্যামনগর ও কয়রার পাঁচটি ইউনিয়নে ১ হাজার দুইশত এগার জন প্রত্যেক কৃষকের মাঝে ১০ কেজি খরা ও লবণসহনশীল ধানবীজ (ব্রি-৫২, ব্রি- ৮৭, ব্রি- ৭৮, ব্রি- ৭৩ ও বি আর- ২৩ ) ও ৮০০ জন কৃষকের মাঝে সবজি বীজ প্রত্যেকের মাঝে ১০ কেজি করে জৈব সার বিতরণ করা হয়।