
বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে ফেনী সাংবাদিক ইউনিয়ন -এফইউজের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৭ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ডিবিসি নিউজ ও দৈনিক অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর আমন্ত্রণে বিএফইউজে নেতৃবৃন্দ ফেনীতে আগমন উপলক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় বিএফইউজের সভাপতি ওমর ফারুক, সাবেক সভাপতি ঢাকা টুডে টেলিভিশনের সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, সহ সভাপতি মোশারফ হোসেন, আফরোজা আক্তার ডিউ, কোষাধ্যক্ষ কামাল উদ্দিন, যুগ্ন মহাসচিব শেখ মামুন, অমিত রায়, দপ্তর সম্পাদক সেবিকা রানী মন্ডল কে ফুলেল শুভেচ্ছা জানান ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি যতন মজুমদার, সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, কোষাধ্যক্ষ সৈয়দ মনির, সদস্য মোঃ আবু তাহের ভুঁইয়া, রফিকুল ইসলাম প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পিসহ ১৩ জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
সবার আগে সর্বশেষ সংবাদ পেতে অনুসরণ করুন https://worldglobal24.com/
বিএফইউজে নেতৃবৃন্দ ফেনীর রাজনৈতিক স্থিতিশীলতা, আইনশৃঙ্খলার উন্নতি ও অবকাঠামো উন্নয়নের প্রশংসা করেন। এবং ফেনী সাংবাদিক ইউনিয়নের কর্মকান্ডের প্রশংসা করেন। সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি করতে প্রশিক্ষণের ব্যবস্থা করার আহবান জানান। ভূয়া,গুজব, রাস্ট্র বিরোধী সংবাদ পরিহারের আহ্বান জানান।
এর আগে, বিএফইউজে নেতৃবৃন্দ সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীর পৈত্রিক জমিতে নির্মিত ফেনী জেলা মডেল মসজিদ, ফতেহপুর কমিউনিটি ক্লিনিক এবং ফতেহপুর বড়বাড়ি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা পরিদর্শন করেন। পরে ফেনীর ঐতিহ্যবাহী খন্ডের মিষ্টি ও সোনাগাজীর
মহিষের দধি দিয়ে আপ্যায়ন করা হয়।