কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কোটা সংস্কার ও ২০১৮ সালের মেধাভিত্তিক নিয়োগের সরকারি পরিপত্র পুনর্বহালের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে ‘বাংলা ব্লক’ কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা।
রবিবার (০৭ জুলাই) সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোখলেছুর রহমান সুইট নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়। চতুর্থ দিনে সকাল ১১টায় মৃত্যুঞ্জয়ী মুজিব থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে সকাল সাড়ে ১১টায় (১১:৩০) ক্যাম্পাসের প্রধান ফটকে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সেখানে বাংলা ব্লক কর্মসূচি ঘোষণা করা হয়।
ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন
এ সময় শিক্ষার্থীরা আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেক বার। জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এ বিষয়ে মোখলেসুর রহমান সুইট বলেন, ‘আমাদের যে আন্দোলন শুরু হয়েছে, সেখান থেকে পিছপা হবার সুযোগ নেই। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’