সৌদি আরবে ৪ প্রবাসী বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে ৪ প্রবাসী বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের রাজধানী রিয়াদের মুসাসানাইয়া এলাকায় একটিসোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে চার বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা যুবক নিহত হয়েছেন।

বুধবার (৩ জুলাই) সৌদি আরবের স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে । নিহত তিনজনের বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলা। নিহতরা হলেন- নওগাঁ জেলার আত্রাই উপজেলার তেজনন্দি গ্রামের মজিবর রহমানের ছেলে ফারুক হোসেন (৪০), শিকারপুর গ্রামের সাহাদ আলীর ছেলে এনামুল হোসেন (২৫) ও দিঘা স্কুলপাড়া গ্রামের কবেজ আলীর ছেলেশুকবর রহমান (৪০)।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন

জানা যায়, নিহত ফারুক ৬ বছর আগে ধার-দেনা করে সৌদি আরবে পাড়ি জমান । কিন্তু যাওয়ার পরথেকেই সেখানে নানা সমস্যার মুখে পড়েন। ৮ মাস আগে স্থায়ীভাবে সোফা তৈরির কারখানায় কাজে যোগদানকরেন। দিঘা গ্রামের নিহত শুকবর রহমান আড়াই বছর আগে একমাত্র সম্বল ১১ শতক জায়গা বিক্রি করে তার সঙ্গেধার-দেনার টাকায় সৌদি আরবে যান। এখন পর্যন্ত ধার-দেনার টাকা শোধ করতে পারেননি। মাথা গোঁজারএকমাত্র বাড়ির তিন শতক জায়গা ছাড়া আর কোনো জমি নেই। শুকবর আলীই ছিলেন পরিবারের একমাত্রউপার্জনক্ষম ব্যক্তি।

শিকারপুর গ্রামের নিহত যুবক এনামুল, দেশে গার্মেন্টসে কাজ করতেন । সুখের আশায় ধার-দেনা করে সৌদিআরবে পাড়ি জমান। সেখান থেকে কেবলমাত্র রোজগারের টাকায় ধার-দেনা শোধ করে ইটের বাড়ি নির্মাণকরেছেন। বাড়ির কাজ শেষ হলে আগামী বছর দেশে এসে বিয়ে করার কথা ছিল। কিন্তু সেটা তার ভাগ্যে সইলোনা। বুধবার রাত অনুমানিক সাড়ে ১০টা নাগাদ আগুনে পুড়ে তার মৃত্যু হয় । নিহত অপর বাংলাদেশির নাম পরিচয় এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি । নিহত ৪ বাংলাদেশিদের মৃত্যুতে স্থানীয় প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে । নিহতদের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে ।

 

শেয়ার করুন:

Recommended For You