কুয়েতে বাংলাদেশিসহ গ্রেফতার ৭৫০

কুয়েতে বাংলাদেশিসহ গ্রেফতার ৭৫০

কুয়েতে সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবাসিক আইন লঙ্ঘনকারীদের গ্রেফতার করতে মাঠে নেমেছে নিরাপত্তা বাহিনী।

সোমবার (১ জুলাই) ভোর থেকে চিরুনি অভিযান চলছে কুয়েতজুড়ে। যার নাম দেয়া হয়েছে ‘ব্লাক মান্ডে ডাউন’। এদিকে অভিযানের প্রথম দিনেই ৭৫০ জনের অধিক প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, যারা বিভিন্ন আইন লঙ্ঘন করে বসবাসরত ছিলেন তাদের ধরতে দেশটির জাহরা, জিলিব আল শুয়েখ, ফরওয়ানিয়া, খাইতান, আল-আহমদি, সালমিয়া, হাওয়ালি, ময়দান হাওয়ালি এবং জাবরিয়াতে অভিযান চালানো হয়।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন

গ্রেপ্তারকৃতদের চারদিনের মধ্যে তাদের নিজ নিজ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে কুয়েতে আজীবন ও উপসাগরীয় দেশগুলো থেকে পাঁচ বছরের জন্য পুনরায় প্রবেশ নিষিদ্ধ করা হবে। আইন লঙ্ঘনকারীদের যারা আশ্রয় দেবে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 

Recommended For You