হোয়াটসঅ্যাপে ডিলিট করা ছবি-ভিডিও ফিরে পাবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে ডিলিট করা ছবি-ভিডিও ফিরে পাবেন যে

অনেক সময় দেখা যায় নিজের অনিচ্ছা সত্ত্বেও হোয়াটসঅ্যাপ থেকে ছবি-ভিডিও ডিলিট হয়ে যায়। হোয়াটসঅ্যাপ হচ্ছে তথ্য আদান-প্রদানের অন্যতম একটি মাধ্যম।

সমাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপের ব্যবহার দিন দিন বেড়েই চলছে। হোয়াটসঅ্যাপ এখন বিভিন্ন অফিশিয়াল কাজে ব্যবহৃত হয়ে থাকে। এরই মধ্যে একাধিক ফিচার এনেছে মেটা। তবে এবার হোয়াটসঅ্যাপে যোগ হয়েছে নতুন অপশন। হারিয়ে ফেলা মেসেজ, ছবি ও ভিডিও খুঁজে পাওয়া যাবে সহজেই। কীভাবে হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ, ছবি ও ভিডিও পড়া যায়, তা হয়তো অনেকে জানেন না।

চলুন এবার জেনে নেওয়া যাক কীভাবে হোয়াটসঅ্যাপে ডিলিট করা ছবি-ভিডিও ফিরে পাবেন-

 অ্যান্ড্রয়েড থেকে পাবেন যেভাবে 

  • গুগল ড্রাইভ অ্যাপটি চালু করুন
  • হোম ট্যাব থেকে ওপরের বাম কোণায় মেন্যু আইকনে ক্লিক করুন
  • এরপর ‘ব্যাকআপস’ অপশনটি বেছে নিন।
  • ব্যাকআপ অপশনের পাশে থ্রি-ডট আইকনে ক্লিক করলে কিছু অপশন পাবেন।
  • অপশনগুলো থেকে ব্যাকআপ রিস্টোর করে নিতে পারবেন। অথবা ব্যকআপ ডিলিট কিংবা পুরোপুরি বন্ধও করতে পারবেন।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন

পিসি থেকে পাবেন যেভাবে

*প্রথম ওয়েব ব্রাউজার চালু করে গুগল ড্রাইভে যান।
* এরপর বাম দিকের সাইডবার থেকে স্টোরেজ বেছে নিন।
* এবার ‘ব্যাকআপস’ অপশনটি বেছে নিতে হবে।

*এখানে হোয়াটসঅ্যাপের ব্যাকআপ এবং শেষ কবে আপডেট করা হয়েছে সেটি দেখা যাবে।

* ব্যাকআপের ওপরে ডাবল ক্লিক করে অপশনগুলো দেখে নিন।
* অপশনগুলো থেকে ব্যাকআপ রিস্টোর করে নিতে পারবেন।

ডব্লিউ জি /এমএলএইচ        

 

শেয়ার করুন:

Recommended For You