কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

কোপা আমেরিকার ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ড্র করেও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ব্রাজিল।

বুধবার (৩ জুলাই) কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। ড্র করায় পয়েন্ট ভাগাভাগি করে কোস্টারিকাকে পেছনে ফেলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল। এ নিয়ে ৩৪তম বারের মতো শেষ আটে জায়গা করে নিলো সেলেসাওরা।

কলম্বিয়ার বিপক্ষে ড্র করে বড় বিপদেই পড়ল ব্রাজিল। এক তো গ্রুপ রানার্স আপ হয়ে কোয়ার্টারে পা দিল দারিভালের দল। তার উপর কোয়ার্টার ফাইনালে দলের সেরা তারকা ভিনিসিউসকে পাচ্ছে না ব্রাজিল। টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখে পরের ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। তবে বুধবার লিভাই স্টেডিয়ামে দারুণ এক ম্যাচ উপভোগ করেছে দর্শক। ম্যাচে দুইটি গোলই প্রথম হাফে হয়।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন

দ্বিতীয়ার্ধে দুই দলই হাড্ডাহাড্ডি লড়াই করে। দুই দলই গোলের সুবর্ণ সুযোগও পায়। তবে তা কাজে লাগাতে পারেনি। ম্যাচের ৮৩ মিনিটে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসনকে একা পেয়েও গোল করতে পারেননি কলম্বিয়ার স্ট্রাইকার রাফায়েল বোরে। দ্বিতীয়ার্ধে গোলের এটাই সেরা সুযোগ ছিল কলম্বিয়ার।  দুই দলের লড়াইটা যে হাড্ডাহাড্ডি হয়েছে তা ম্যাচের পরিসংখ্যান দেখলেই বুঝা যাবে। ম্যাচে ব্রাজিলের বল দখল ছিল ৫১ শতাংশ আর কলম্বিয়ার ৪৯। এদিকে ম্যাচের শেষ ২০ মিনিট বেশ চড়াও হয়ে খেলার চেষ্টাও করেছে ব্রাজিল। কিন্তু গোল করতে পারেনি দরিভালের দল।

 

শেয়ার করুন:

Recommended For You