ইটভাটা শ্রমিককে হত্যার অভিযোগে বিক্ষোভ

চুয়াডাঙ্গায় শান্ত মিয়া (১৮) নামের এক ইটভাটা শ্রমিকের মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে তার গ্রামের বাসিন্দারা। শান্তকে ‘হত্যা করা হয়েছে’ অভিযোগ তুলে মঙ্গলবার দুপুরে শহরের শহীদ হাসান চত্বরে এ মানববন্ধন করা হয়।

এর আগে সোমবার রাত ১০টার দিকে সদর উপজেলার জালশুকা গ্রামের একটি ইটভাটার পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শান্ত জালশুকা গ্রামের আইজাল হকের ছেলে।

বিক্ষোভকারীরা দাবী করেন, কয়েকদিন আগে শান্তর কর্মস্থল হিমালয় অটো ব্রিক্স নামের ইটভাটার কয়েক শ্রমিকের সাথে তার বিরোধ হয়। এ নিয়ে
তাকে হুমকি দেয়া হচ্ছিল। শান্তর পরিবারের দাবী, শান্তকে হত্যা করে পুকুরে ফেলে দেয়া হয়েছে। তার মৃত্যু রহস্য উদঘাটন করে দোষীদের শাস্তির দাবী করেন তারা।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী জানান, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে এটি হত্যা নাকি অন্যকিছু।

 

শেয়ার করুন:

Recommended For You