দেশের মাটি এক ইঞ্চিও ফাঁকা থাকবে না, ফসলে ভরবো মাঠ

রাজশাহীর চারঘাট উপজেলায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। দেশের মানুষের খাদ্য চাহিদা পূরনের লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন প্রনোদনা দিয়ে যাচ্ছেন। পর্যায়ক্রমে বিভিন্ন ফসলের বীজ ও সার দেওয়া হচ্ছে যা কৃষকদের জমি ও স্থানীয় বাড়ির আসে পাশে ফাঁকা জায়গায় বীজ বপন করে পরিবারের খাদ্য চাহিদা পূরণ করা সম্ভব বলে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম।

মঙ্গলবার (০২ জুলাই) দুুপুরে উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এই প্রনোদনা কৃষি মন্ত্রনালয়ের সহযোগিতায় কৃষি প্রনোদনা ও পূর্ণবাসন কমিটি মাধ্যমে কৃষি সম্প্রসারন অধিদপ্তর বাস্তবায়ন করছে।

কৃষি প্রনোদনা ও পূর্ণবাসন কমিটির সভাপতি ইউএনও সাইদা খানম ৫শত কৃষকদের মাঝে প্রতিজনকে ৫কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১ কেজি এমওপি বিতারণ করেন। ওই সময় ভাইস চেয়ারম্যান কাজী ফিরোজ আহম্মেদ লনী, মহিলা ভাইস চেয়ারম্যান জমেলা বেগম, কৃষি অফিসার আল মামুন হাসান, মৎস্য অফিসার ওয়ালি উল্লাহ মোল্লাহ, প্রাণী সম্পদ কর্মকর্তা এনায়েত কবির, চারঘাট ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

Recommended For You