মুহুরি ও কুহুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ফেনীর বিস্তীর্ণ এলাকা প্লাবিত, নিহত ১

গতকয়েকদিন দরে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানির চাপে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় মুহুরী ও কুহুয়া নদীর  তিনটি স্থানে বেড়িবাঁধ ভেঙে  বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে পরশুরামের দক্ষিণ শালধর গ্রামের পাশে, ফুলগাজীর দৌলতপুরে এবং পরশুরাম-ফুলগাজী সীমান্তের কিসমত ঘনিয়ামোড়া এলাকায় বেড়িবাঁধ ভেঙে অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ফসলি জমি ও মাছের ঘেরসহ রাস্তাঘাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে

পরশুরাম ও ফুলগাজীর বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি ফেনী   পরশুরাম ও ফুলগাজী ক্ষতিগ্রস্থ একালা পরিদর্শন করবেন বলে জানা গেছে  । তাঁর সফর সঙ্গী হিসেবে রয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের সচিবসহ কর্মকর্তারা এবং তাকে স্বাগত জানাতে বন্যা কবলিত এলাকায় অপেক্ষায় আছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এমপি।

এদিকে ফুলগাজী  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানিয়েছেন, ফুলগাজী সদর ইউনিয়নের পূর্ব ঘনিয়ামোড়া এলাকায় কহুয়া নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. মামুন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।  নিহত মামুন কিসমত ঘনিয়ামোড়া এলাকার আবদুল মান্নানের ছেলে। রাত সাড়ে ১১টার দিকে তাঁর মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা হাবিব শাপলা জানান পরশুরাম উপজেলায় দক্ষিণ শালধর গ্রামে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে বিস্তীর্ণ এলাকার ১ হাজার ৪০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ফুলগাজী  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূইয়া বলেন, উপজেলার দুটি স্থানে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

এ ছাড়া ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী অংশে ছয় ফুট পানি ওঠায় বাজারের বেশ কিছু দোকানপাটে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ কারণে ফেনী-পরশুরাম সড়কে রাত ১১টার পর থেকে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে সকাল থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন:

Recommended For You