ভারতের সঙ্গে সমঝোতা-চুক্তিগুলো আওয়ামী লীগ সরকার দেশকে পরনির্ভরশীল করে তুলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১ জুলাই) সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ প্রতারণার আশ্রয় নিচ্ছে। তারা মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। তারা যে সমঝোতা-চুক্তি করে এসেছে, তাতে পরিষ্কার বোঝা যায়, অল্প সময়ের মধ্যে দেশকে ভারতের প্রতি নির্ভরশীল করে তুলবে।
ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন
পার্টনারশিপে, কানেক্টিভিটিতে বিএনপির আপত্তি নেই জানিয়ে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ কী পেল, সেটিই আসল বিষয়। আমরা কিছুই পাইনি। আমাদের যে পানির হিস্য, তা পাইনি। তিস্তার পানি আমরা পাইনি। সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না। তিনি বলেন, ভারতের সঙ্গে সমঝোতা-চুক্তির সবচেয়ে মারাত্মক বিষয় হলো, ভারতকে রেলের কোরিডোর দেওয়া। এই কোরিডোর বাংলাদেশের কোনো কাজে আসবে না।