ফেনীতে ওয়ান স্টোপস ম্যাটারনিটি ক্লিনিক সিলগালা

ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে অবস্থিত ওয়ান স্টোপস ম্যাটারনিটি ক্লিনিক সিলগালা করছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট  সজীব তালুকদার।
এসময়ে উপস্থিত ছিলেন  সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃমির্জা মিনহাজুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃতানভীর আহমেদ রাফসান, পুলিশ সদস্যবৃন্দ এবং প্রশাসনের অন্যান্য সদস্যবৃন্দ।
জানাযায়,  শহরের  ওয়ান স্টোপস মেটারনিটি ক্লিনিকে  গত ৪ জুন হাসপাতালে মালিক ডঃ নাজমুল ইসলামের  ভুল চিকিৎসায় মো: নিশান (১৩) নামের এক মাদ্রাসার শিশু ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠে। আগের দিন বিকেল ৫টার দিকে গলায় টনসিল এর অপারেশনের জন্য ঐ হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করে।

শিশু নিশান নোয়াখালীর সেনবাগ থানা এলাকার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের দুবাই প্রবাসী শহিদ উল্লাহ’র ছেলে। ছেলের অসুস্থতার খরব শুনে কিছুদিন পূর্বে দুবাই থেকে বাংলাদেশে আসেন নিহত শিশুর বাবা শহিদ উল্লাহ। পরে ৫ লক্ষ টাকা দিয়ে ঘটনা মিমাংসা করা হয়।

 গজ ১০ জুন ঐ হাসপাতালের  অপারেশন থিয়েটার এবং হাসপাতাল ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন অনিয়মের কারণে ওটি কার্যক্রম বন্ধ রাখার জন্য স্বাস্থ্য বিভাগ হতে লিখিত নির্দেশ প্রদান করা হয়। পরবর্তীতে ১১ জুন জেলা প্রশাসন কতৃক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার জন্য পুনঃরায় নির্দেশ দেয়া হয়।
জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস বার বার  সতর্ক করা সত্ত্বেও উক্ত প্রতিষ্ঠানে রোগী ভর্তি রাখা এবং অপারেশন কার্যক্রম পরিচালনা করার বিভিন্ন অভিযোগ পাওয়া যায়। অভিযোগের স্বপক্ষে যথেষ্ট প্রমাণাদি থাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানকে বিধিমোতাবেক সিলগালা করা হয় এবং  ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানা যায়।
শেয়ার করুন:

Recommended For You