
চুয়াডাঙ্গায় খরাসহ জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব ও করণীয় বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জন্য সাংবাদিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের আয়োজেন রবিবার বিকালে জেলা বীজ প্রত্যয়ন এজেন্সির সভাকক্ষে এ সম্মাননা অনুষ্ঠানের
আয়োজন করা হয়।
জেলা কৃষক জোটের সভাপতি এসএম আব্দুল মোমিন টিপু’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক জোটের উপদেষ্টা হামিদুল হক মুন্সী, জেলা কৃষক জোটের সম্পাদক শাহজাহান আলী বিশ^াস, সিটিজেন অ্যাডভাইজরি টিম (ক্যাট)-এর সভাপতি অ্যাডভোকেট নওশের আলী ও চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উন্নয়ন সংস্থা রিসো’র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম।
দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় রিসো বাস্তবায়িত চাষাবাদ প্রকল্পের আওতায় বিগত মে মাসে চুয়াডাঙ্গায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় চুয়াডাঙ্গা জেলার খরাসহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি তুলে ধরে এর বিরুপ প্রভাব ও করণীয় বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জন্য সাংবাদিকদের অনুরোধ জানানো হয়। তার প্রেক্ষিতে সাংবাদিকরা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। এর প্রেক্ষিতে ছয়জন সাংবাদিককে ফুল, প্রাইজবন্ড ও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্ত সাংবাদিকরা হলেন, দৈনিক কালের কন্ঠের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মানিক আকবর, দৈনিক প্রথম আলোর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শাহ আলম সনি, বাংলাদেশ প্রতিদিনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি জামান আখতার, ডিবিসি নিউজের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি কামরুজ্জামান সেলিম, যমুনা টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি জিসান আহমেদ ও স্থানীয় দৈনিক আকাশ খবর পত্রিকার সাংবাদিক শেখ লিটন।
সম্মাননা অনুষ্ঠানের পূর্বে কৃষক জোট আয়োজিত কংগ্রেস অনুষ্ঠানের মূল্যায়ন ও কৃষক জোটের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন কৃষক জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন রিসো’র “চাষাবাদ” প্রকল্পের প্রোগ্রাম অফিসার আসমা হেনা চুমকি।
সার্বিক সহযোগিতা করেন, চাষাবাদ প্রকল্পের ফিল্ড অফিসার সাধন কুমার কর, মামুনুর রশিদ, সিরাজুল ইসলাম ও আব্দুস সামাদ।