সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রকৌশলী জাকির হোসেনকে অপসারণ ও ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মোহনা এন্টারপ্রাইজের লাইন্সেস বাতিলের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেছেন উপজেলা প্রশাসনে কর্মরত কর্মচারীরা।
রবিবার (৩০জুন) সকালে শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মাসিক সমন্বয় সভা চলাকালিন সময়ে উপজেলা নির্বাহী অফিসার নজিবুল আলমের নিকট এ স্বারকলিপি প্রদান করা হয়।
স্বারকলিপিতে বলা হয় গত ২৭ জুন বৃহস্পতিবার বিকাল অনুমান ৩টার সময় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের উপর উপজেলা প্রকৌশলী জাকির হোসেনের মারমুখি আচরণ ও তার প্রত্যক্ষ নির্দেশে মারধোর করেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মোহনা এন্টারপ্রাইজের প্রোপাইটার এম এ এইচ টুমু।
স্বারকলিপিতে আরও বলা হয় সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন দাপ্তরিক প্রয়োজনীয় বিষয়ে কথা বলার সময় তিনি উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রকৌশলীকে কথা বলার কথা বলেন। প্রতিউত্তরে তিনি বলেন কিসের ইউএনওর সাথে কথা বলব। এ সময়ে প্রকৌশলীর সাথে থাকা মেসার্স মোহনা এন্টারপ্রাইজের ঠিকাদার সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে মারধোর করেন।
স্বারকলিপিতে সরকারি কর্মচারীকে মারধোর করা ও দুনীতির জন্য উপজেলা প্রকৌশলী জাকির হোসেনকে অপসারণ ও মেসার্স মোহনা এন্টারপ্রাইজের ঠিকাদারের লাইন্সেস বাতিলের অনুরোধ করা হয়।
স্বারকলিপির দাবীর প্রতি সমর্থন জানিয়ে স্বাক্ষর করেছেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের এএও আব্দুল্লাহ আল মামুন, ডিএও মোঃ মইনুর রহমান, অফিস সহকারী স্বপন কুমার ঘোষ, শেখ অরিফুল ইসলাম,উপজেলা পরিষদের সিএ আকবর হোসেন প্রমুখ কর্মচারীবৃন্দ।
ছবি- শ্যামনগর উপজেলা প্রশাসনের কর্মচারীবৃন্দ ইউএনওর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান।