চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ১, আহত ১৫

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী স্টার লাইন পরিবহনের একটি বাস উল্টে একজন নিহত হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
শনিবার (২৯ জুন) সকাল ৯টায় দিকে উপজেলার ফৌজদারহাটের ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শেষ করলে যানচলাচল স্বাভাবিক হয়।
আহতরা হলেন,নোয়াখালীর বেগমগঞ্জ থানার মো. মোস্তফার ছেলে মো. আরিফ (৩০), কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আব্দুল রাজ্জাকের ছেলে আব্দুল মেতালেব (৫২) ও ফেনীর সোনাগাজী থানার কমল চন্দ্র নাথের ছেলে স্বপ্না রানী (৪৯)।তবে তাৎক্ষণিক নিহতের নাম ও আহতের অনেকের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই বাসটি ফেনীর দিকে যাচ্ছিলো। হঠাৎ কোনো কারণে ব্রেক চাপেন চালক। রাস্তা পিচ্ছিল থাকার ফলে এ সময় গাড়িটি উল্টে যায়।
অনেকে আবার বলছেন, গাড়িটির গতি বেশি ছিল, যার কারণে ব্রেক ধরতে পারেননি চালক। স্থানীয়দের মধ্যে কয়েকজন বিকট শব্দে চাকা ফাটার আওয়াজ পেয়েছেন বলেও জানা গেছে। তবে, ঠিক কী কারণে গাড়িটি এভাবে সড়কে উল্টে গেলো সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
উক্ত বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক। তিনি বলেন শনিবার সকাল ৯টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ফৌজদারহাটে একটি বাস উল্টে যায়।এসময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। ১৫ জন আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।তাদেরকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
শেয়ার করুন:

Recommended For You