চট্টগ্রাম দক্ষিণ জেলার ঐতিহ্যবাহী ডিগ্রী কলেজ পটিয়ার “হুলাইন ছালেহ্ নূর ডিগ্রী কলেজ” এর ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ সকাল ১০টায় কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসার তৈয়বুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিদায়ী শিক্ষার্থীদের দিকনির্দেশনা মুলক বক্তব্য ও বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম-১২ পটিয়ার মাননীয় সংসদ সদস,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান হুলাইন ছালেহ্ নূর ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী কলেজ পরিচালনা কমিটির সদস্য ডাঃ পঞ্চানন চক্রবর্তী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি ও কলেজ পরিচালনা কমিটির সদস্য মোঃ নুরুল হাকিম, বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী কলেজ পরিচালনা কমিটির সদস্য ত্রিদিব দত্ত শিমুল,হুলাইন ছালেহ্ নূর কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সত্যানন্দ বড়ুয়া, তরুণ সমাজসেবক আওয়ামীলীগ নেতা ইদ্রিস খানঁ কপিল। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ ও বিদায়ী ছাত্র-ছাত্রী।