শৈলকুপায় মসজিদ কমিটির বিরোধে স্কুল শিক্ষকের মাথা ফাটানোর অভিযোগ

ঝিনাইদহের শৈলকুপাতে মসজিদ কমিটি গঠনের বিরোধে এক স্কুল শিক্ষকের মাথা ফাটানোর অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ জুন) জুম্মার নামাজ শেষে উপজেলার বোয়ালিয়া কারিগরপাড়া জামে মসজিদে কমিটি গঠনের শেষ পর্যায়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পরে আহত অবস্থায় স্কুল শিক্ষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছে। আহত স্কুল শিক্ষকের নাম দেলোয়ার হোসেন। তিনি উপজেলার বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তার বাসা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে। এ ঘটনায় আহত স্কুল শিক্ষকের আপন ভাই ওমর ফারুক থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগের সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষক ও অভিযুক্তদের বাসা একই গ্রামে। এলাকার মসজিদ কমিটি গঠনের শেষ পর্যায়ে কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে অভিযুক্ত মোঃ আজাদ বিশ্বাস, আব্দুল সাজেদ, মোজাফফর জোয়াদ্দার ভুক্তভোগী স্কুল শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন ভুক্তভোগী স্কুল শিক্ষক অভিযুক্তদের গালিগালাজ করতে নিষেধ করলে তারা ভুক্তভোগীকে এলোপাতাড়ীভাবে কিল, ঘুষি মেরে রক্তাক্ত জখম করে।
এবিষয়ে অভিযুক্ত মোঃ আজাদ বিশ্বাস বলেন, তাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ ভিত্তিহীন। মসজিদ কমিটি নিয়ে ধাক্কাধাক্কি হয়। এসময় দেলোয়ার পরে গেলে তার মাথা ফেটে যায়।
অভিযোগকারী ওমর ফারুক বলেন, আমার ভাইকে বেধড়কভাবে তারা মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে। আমি ঘটনায় তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এঘটনায় থানায় একটি অভিযোগ এসেছে। আমরা ঘটনার তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

Recommended For You