চুয়াডাঙ্গায় ইউপি চেয়ারম্যানের উপর দুর্বৃত্তের হামলা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহরাব হোসেন খানের উপর দুর্বত্তরা হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে। রক্তাক্ত অবস্থায় চেয়ারম্যান সোহরাব হোসেনকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
শুক্রবার (২৮ জুন) রাত ৮টার দিকে মনোহরপুর গ্রামের আলার মোড়ে এ ঘটনা ঘটে।
এর আ‌গে গত ২৮ মে মঙ্গলবার দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান (৬৫) গুরুতর জখম হয়।
মনোহরপুর ইউনিয়ন পরিষদের সদস্য জহিরুল ইসলাম বলেন, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন আলার মোড়ে চা খেয়ে রাত ৮ টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে থাকা মাক্স পরিহিত দু’জন দুর্বত্ত চলন্ত অবস্থায় চেয়ারম্যানের পিঠে চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেনের পিঠে একটি ধারাল অস্ত্রের আঘাত করেছে দুর্বত্তরা। ডাক্তার তা‌কে যশোরে রেফার্ড করে‌ছেন। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

Recommended For You