প্রেসিডেন্টকে কালো জাদু করার অভিযোগে গ্রেফতার নারী মন্ত্রী

মালদ্বীপে এক নারী মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে ‘কালো জাদু’ করার অভিযোগে দেশটির পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ওই মন্ত্রীর নাম ফাথিমাত শামনাজ আলী সালিম।

তিনি ভারত মহাসাগরীয় এই দেশটির পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার (২৭ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

ওই প্রতিবেদনে বলা হয়েছে মালদ্বীপ পুলিশ জানায়, ফাথিমাত শামনাজ আলী সালিমকে রাজধানী মালে থেকে দুই সহযোগীসহ গ্রেফতার করা হয় এবং তাকে এক সপ্তাহের জন্য হেফাজতে রাখা হয়েছে। তবে তার গ্রেফতারের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।

স্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য সান’ জানিয়েছে, প্রেসিডেন্ট মুইজ্জুর ওপর ‘কালো জাদু’ করার অভিযোগে শামনাজকে গ্রেফতার করা হয়েছে। তবে মালদ্বীপের পুলিশ এই প্রতিবেদন নিশ্চিত বা অস্বীকার কোনোটিই করেনি।
এএফপি জানিয়েছে, মালদ্বীপ একটি জলবায়ু সংকটের সম্মুখীন দেশ এবং ফাথিমাত শামনাজ আলী সালিমের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। জাতিসংঘের পরিবেশ বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেলে চলতি শতাব্দীর শেষ নাগাদ মালদ্বীপ বসবাসের অযোগ্য হয়ে যেতে পারে।

মালদ্বীপের প্রচলিত দণ্ডবিধি অনুযায়ী জাদুবিদ্যা করা কোনও ফৌজদারি অপরাধ নয়, তবে ইসলামিক আইনের অধীনে এ ধরনের কর্মকাণ্ডের জন্য ছয় মাসের কারাদণ্ড হতে পারে।

মালদ্বীপে ঐতিহ্যবাহী রীতি-নীতি পালনের মাধ্যমে কালো জাদু বিশ্বাস করা হয়। এর আগেও ২০২৩ সালের এপ্রিলে কালো জাদুর অভিযোগে এক নারীকে হত্যা করা হয়েছিল এবং ২০১২ সালে পুলিশ অফিসারদের ওপর ‘অভিশপ্ত মোরগ’ নিক্ষেপ করার অভিযোগে একটি বিরোধী রাজনৈতিক সমাবেশে দমন-পীড়ন চালানো হয়েছিল।

 

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

শেয়ার করুন:

Recommended For You