
বরগুনা তালতলী উপজেলার ৩ নং কড়ইবারিয়া ইউনিয়নের কড়ইবাড়িয়া বাজারের মো. ছফের আলী ফকিরের ভিটা রাতের আঁধারে দখল করার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মোঃ ছফের আলী ফকির জানায় বিগত ১৫ থেকে ১৬ বছর যাবত আমি দখল পজিশনে আছি। কিন্তু গত ২৪/৬/২০২৪ তারিখ রাতে আমার জমি দখল করেন। স্থানীয় সূত্রে জানা যায় বিগত ১৫ থেকে ১৬ বছর যাবত ভুক্তভোগীর ভিটি দখলে ছিল। কিন্তু রাতের আধারে মানিক ফকির তার অঙ্গসঙ্গ নিয়ে ঘর তোলার পায়তারা চালায়। এবং পরের দিন ২৫ তারিখ সকালে এসে ভুক্তভোগী ঘর তুলতে দেখতে পেয়ে মানিক ফকিরের কাছে জিজ্ঞাসা করলে উল্টো প্রাণ মাসের হুমকি দেয়। এবং তার ছেলে সেনা সদস্য তার প্রভাব দেখায়।
পার্শ্ববর্তী দোকানদার আবুল বাশার তালুকদার বলেন,মোঃ ছফের আলী ফকিরের ভিটি মানিক ফকিরের ঘর কালাম ফকির ভাড়া থাকতো কিছুদিন আগে তাকে ঘর থেকে নামিয়ে মানিক ফকির জোরজবস্তি করে পাকাঘর তুললে মোঃ ছফের আলী ফকির বাঁধা দেয় এবং থানায় অভিযোগ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় লোকজন বলেন। আমরা ১৫ থেকে ১৬ বছর যাবত ভুক্তভোগী মোঃ ছফের আলী ফকির দখলে দেখেছি। তাই ভুক্তভোগীর আবেদন সংশ্লিষ্ট ঊর্ধ্বতম কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেছেন।
তালতলী উপজেলা সহকারী কমিশন ভূমি অমিত দত্ত বলেন, অবৈধ স্থাপনার অভিযোগ পেয়েছি অভিযোগ পেয়ে স্থাপনা অপসারণর করা হয়েছে, ভবিষ্যৎ এরকম কথাও পাওয়া গেলে একই রকম উচ্ছেদ করা হবে। সরকারি জমিতে কোন ভার স্থাপনা করা যাবে না তবে যদি কেউ করে থাকে তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম খান বলেন, অভিযোগ পেয়ে দুপক্ষকে মীমাংসার জন্য থানায় ডাকা হয়েছে।