সাতক্ষীরায় পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধকরণ ও সবুজ স্বেচ্ছাসেবক তৈরিতে স্কুল ক্যাম্পেইন

সাতক্ষীরায় পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধকরণ ও গ্রিন ভলানটিয়ার তৈরির লক্ষ্যে স্কুল ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। বুধবার (২৬ জুন) সাতক্ষীরা শহরের নবজীবন পলিটেকনিক স্কুলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের উদ্যোগে এই ক্যাম্পেইন পরিচালিত হয়।
নবজীবন পলিটেকনিক স্কুলের প্রধান শিক্ষক মো.জাকির হোসেনের সভাপতিত্বে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিবেশ সংরক্ষণে করণীয় তুলে ধরে বক্তব্য রাখেন বারসিক সাতক্ষীরা রিসোর্স সেন্টারের সহযোগী কর্মসূচী কর্মকর্তা গাজী মাহিদা মিজান ও যুব সংগঠক জাহাঙ্গীর আলম।
এসময় উপস্থিত ছিলেন নবজীবন পলিটেকনিক স্কুলের সহকারী শিক্ষক ফাহাদ হোসেন, মো রেজোয়ান হাসান খান চৌধুরী, বারসিক শ্যামনগর রিসোর্স সেন্টারের কমিউনিটি ফ্যাসিলিটেটর লিপিকা গাইন, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য তামান্না পারভীন, স্বপন দাস প্রমুখ।
সবুজ স্বেচ্ছাসেবক ক্যাম্পেইন বক্তারা বলেন, পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিতে জলবায়ু পরিবর্তন ঘটছে। কোথাও বৃষ্টি কমে যাচ্ছে, আবার কোথাও ঘটছে অপ্রত্যাশিত প্রবল বর্ষণ। সেই সাথে খরা এবং মরুকরণের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধির কারণে নতুন নতুন রোগব্যাধি মহামারী আকারে দেখা দিচ্ছে। যতদিন যাবে এসব সংকট প্রকট হওয়ার শংকা বাড়ছে।সকলকে সবুজ স্বেচ্ছাসেবক হয়ে নিজেদের এলাকার মানুষের জন্য কাজ করতে হবে।
নিজেদের পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে হবে।সবুজ স্বেচ্ছাসেবক হিসেবে আমাদের বাড়ির আশেপাশে যতটুকু ফাকা জায়গা বা স্থান আছে, সেখানেও গাছ লাগাতে হবে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে।
শেয়ার করুন:

Recommended For You