শ্যামনগরে নারী চিংড়ী শ্রমিক এসোসিয়েশনের নেটওয়ার্ক তৈরীতে কর্মশালা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নারী অধিকার সংগঠন ও নারী চিংড়ী শ্রমিক এসোসিয়েশনের নারী নেটওয়ার্ক প্রতিষ্ঠায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ই জুন) সকালে এ কর্মশালার আয়োজন করা হয়।

বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুলের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, মরমী মহিলা সংগঠনের সভাপতি প্রতিমা রানী মিস্ত্রী, শংকরকাটি প্রচেষ্টা মহিলা সংগঠনের সভাপতি সুফিয়া খাতুন, জয়িতা প্রতিবন্ধী নারী সংগঠনের পরিচালক প্রতিবন্ধী অষ্টমী মালো, ইউপি সচিব, ওয়াদার কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

কর্মশালায় নারী শ্রমিকদের অধিকার, শ্রমের ঘন্টা, শ্রমের মজুরী বা মজুরী বৈষম্য নিয়ে আলোচনা করা হয়।

Recommended For You