শ্যামনগরে মেগা প্রকল্পের সিমেন্ট চুরির ঘটনায় আটক ১

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গাবুরা ইউনিয়নে বেড়ী বাঁধ সংস্কারে সরকার কর্তৃক বরাদ্দকৃত চলমান মেগা প্রকল্পের ৪৫০ বস্তা মিসেন্ট চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্যামনগর থানা পুলিশ অবসরপ্রাপ্ত সেনা সদস্য সাইদুল আলম গাজী নামের এক ব্যক্তিকে সিমেন্টসহ আটক করেছেন। পুলিশ এঘটনায় তার বাড়ী হতে ১শ বস্তা সিমেন্ট উদ্ধার করেছেন। আটককৃত আলম গাবুরা ইউনিয়নের গাবুরা এলাকায় সাবেক ইউপি সদস্য কেরামত আলীর পুত্র।

মেগা প্রকল্পের কর্তব্যরত রহমান ইঞ্জিনিয়ারিং এর ম্যানেজার নিয়াজ মোরশেদ জানান, মেগা প্রকল্পের কাজের জন্য স্থানীয় চৌদ্দরশি হাটখোলা মাঠ সংলগ্ন একটি ঘরে রক্ষিত আড়াই হাজার বস্তা  সিমেন্টের মধ্য হতে ঈদের দিন রাত্রে  ৪শ ৫০ বস্তা সিমেন্ট চুরি হয়। এঘটনায় শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তাৎক্ষনিক ভাবে অভিযান চালিয়ে আলমকে  আটক করেন এবং তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ি থেকে ১শ বস্তা সিমেন্ট উদ্ধার করেন থানা পুলিশ।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন, পুলিশ সিমেন্ট চুরির ঘটনায় সাইদুল আলম নামে একজনকে আটক করেছেন ও  একশ বস্তা সিমেন্ট উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বাকী সিমেন্টগুলি  উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন:

Recommended For You