ফেনীতে চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ ও প্রথম মাসিক সভা অনুষ্ঠিত

ফেনী সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ ও মাসিক প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ জুন) ফেনী সদর উপজেলা পরিষদের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ফেনী ১ আসনের সংসদ সদস্য আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, বিশেষ অতিথি ছিলেন ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদ, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান এ কে শহীদ উল্যাহ খোন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা  ডা: এস এস আর মাসুদ রানা, ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করিম উল্লাহ বিকম, ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক রিপন, পাঁছগাছিয়া ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মাহবুবুল হক লিটন, ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার আহম্মদ মুন্সি।

নব নির্বাচিত চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল বলেন, আগামী ৫ বছর সকল সরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও জনপ্রতিনিধিদের সহযোগিতা নিয়ে উপজেলার উন্নয়নে কাজ করতে চাই।

প্রধান অতিথি সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, আজ থেকে শুরু করে আগামী ৫ বছরের জন্য সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করে সরকারী প্রতিটি দপ্তরের কর্মকর্তা বৃন্দ জনপ্রতিনিধিদের সহযোগিতা করতে হবে তা হলে সরকারের ভিশন বাস্তবায়ন হবে। ইউনিয়ন পর্যায়ে সকল চেয়ারম্যানরা  প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহে অন্তত ১ বার করে খোঁজ খবর নিতে অনুরোধ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য ও সেবার মান বাড়ানোর জন্য কাজ করছে এ জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা প্রতিটি ইউনিয়ন পরিষদের  প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রের খবর নিতে হবে। প্রতিটি বাড়ীতে ঘর নির্মানের সময় সঠিক প্ল্যান করে ভবন নির্মাণ করতে প্ল্যান পাশ করতে হবে। মাদক নিয়ন্ত্রণে সকলকে কঠোর ভূমিকা পালন করতে হবে। সকল ইউনিয়নে মাটি কাটার বিষয়ে চেয়ারম্যানদের ভূমিকা রাখতে হবে। দায়িত্ব গ্রহণ শেষে উপজেলা পরিষদের প্রাঙ্গণে বৃক্ষ রোপন করেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন:

Recommended For You