লক্ষ্মীপুরে যুবলীগের উদ্যোগে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লক্ষ্মীপুরে যুবলীগের উদ্যোগে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রবিবার ( ২৩শে জুন) এ উপলক্ষ্যে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্লাটিনাম জয়ন্তীতে, লক্ষ্মীপুর জেলা যুবলীগের পক্ষে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজীদ ভুঁইয়ার উদ্যোগে শেখ মণি ফুড ব্যাংকের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উদযাপন উপলক্ষে বায়েজীদ ভূঁইয়ার নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালিরও আয়োজন করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় শতাধিক অসচ্ছল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বায়েজীদ ভূইয়া।

Recommended For You