ফেনীতে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গাছের চারা, সেলাই মেশিন ও টিফিন বক্স বিতরণ

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনগ্রসর মহিলাদের কর্মমূখী করার লক্ষ্যে সেলাই মেশিন, শিক্ষার্থীদের গাছের চারা ও টিফিন বক্স  বিতরণ করা হয়েছে।

রবিবার ফেনী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী প্রধান অতিথি থেকে ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের অনাগ্রসর ৫০ জন মহিলার মাঝে সেলাই মেশিন, ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা ও টিপিন বক্স বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্যাহ খোন্দকার ও মুর্শিদা আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন রশিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা: এস এস আর মাসুদ রানা, সামাজিক বন বিভাগ ফেনী সদরের বন কর্মকতা বাবুল চন্দ্র ভৌমিক, সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহিদা হোসেন, ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুল হক রিপন, ছনুয়া ইউপি চেয়ারম্যান করিম উল্যাহ বি.কম ও পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক লিটনসহ উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি।

প্রধান অতিথি সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন পরিবেশ রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এরই ধারাবাহিকতায়  বর্ষা মৌসুমে জেলার প্রতিটি নাগরিককে  বেশি বেশি করে গাছ লাগাতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এখন থেকে ছাত্র ছাত্রীদের উদ্বুদ্ধ করতে হবে। তাহলে দেশে তীব্র গরম, ঘুর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষা পাওয়া যাবে।

শেয়ার করুন:

Recommended For You