আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রায় জনস্রোত নেমেছে।
শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শাহবাগ পর্যন্ত লোকে লোকারণ্য। নানা রঙের ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে শোভাযাত্রায় অংশ নিচ্ছেন নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণ। সেখানে দুটি ট্রাকে অস্থায়ী মঞ্চ স্থাপন করা হয়েছে। শোভাযাত্রার আগে এখানে সমাবেশ অনুষ্ঠিত হবে।
ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি-বিজড়িত বাসভবন ধানমন্ডি বত্রিশ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।
সমাবেশ মঞ্চে এরই মধ্যে আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত হয়েছেন। একই সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাদেরও দেখা গেছে সমাবেশ মঞ্চে। সমাবেশ ও শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।