১০ দিনের ছুটি পেল সাত কলেজের শিক্ষার্থীরা 

সাত কলেজের বিষয় ও কলেজ পছন্দক্রমের ফলাফল প্রকাশ   

আসন্ন পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা ১০ দিনের ছুটি পেয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ জুন) থেকে এ ছুটি শুরু হবে যা শেষ হবে আগামী ২৩ জুন। কলেজ সমূহ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে আগামী ১৩ জুলাই ২০২৪ থেকে ২৩ জুলাই পর্যন্ত কলেজের সকল ক্লাস স্থগিত থাকবে। স্ব স্ব বিভাগের দায়িত্বপ্রাপ্ত একজন শিক্ষক সকাল সাড়ে ৯ টায় কলেজের উপস্থিত হয়ে দুপুর ২ টা পর্যন্ত বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করবেন।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন

তবে সরকারি ছুটি ব্যতীত অন্যান্য দিনগুলোতে কলেজের অফিস ও বিভাগসমূহ খোলা থাকবে এবং দাপ্তরিক কার্যক্রম চলবে। আগামী ২৪ জুন থেকে যথারীতি রুটিন অনুযায়ী ক্লাসসমূহ চলমান থাকবে বলে জানান হয়েছে।

আরও পড়ুনঃ  টানা ২০ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাতটি কলেজ যথাক্রমে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি বাঙলা কলেজ।

ডব্লিউ জি /এমএলএইচ     

শেয়ার করুন:

Recommended For You