চট্টগ্রামে আত্মসমর্পণকৃত জলদস্যুদের মাঝে র‍্যাব-৭’র ঈদ উপহার বিতরণ

চট্টগ্রামে র‌্যাব-৭ কর্তৃক আত্মসমর্পণকৃত জলদস্যুদের মাঝে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। র‌্যাব-৭, চট্টগ্রাম উল্লেখিত জলদস্যুদের আত্মসমর্পণের পর থেকে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানসহ বিভিন্ন সময়ে তাদেরকে ঈদ সামগ্রী উপহার এবং প্রণোদনা প্রদান করে থাকে।
বুধবার  (১২ জুন)  বেলা সাড়ে ১২ টায় র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী এবং পেকুয়া উপকূলীয় অঞ্চলের আত্মসমর্পণ করা আলোর পথের অভিযাত্রীদের মাঝে র‌্যাব-৭ পতেঙ্গা, চট্টগ্রামের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মিলনায়তন হল, বাঁশখালী চট্টগ্রামে পবিত্র ঈদ-উল-আযহা-২০২৪ উপলক্ষ্যে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ এবং তাদের বর্তমান জীবনধারার উপর বিশেষ মতবিনিময় সভার আয়োজন করে।
এসময় মেজর মোঃ সানরিয়া চৌধুরী ভারপ্রাপ্ত অধিনায়ক, র‌্যাব-৭, চট্টগ্রাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শরীফ- উল- আলম, মিডিয়া অফিসার, র‌্যাব-৭, চট্টগ্রাম, এবং ইন্সপেক্টর(তদন্ত), বাঁশখালী থানা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আত্মসমর্পণ করা জলদস্যুরা র‌্যাবের এরূপ কল্যাণমূলক কর্মকান্ডে সন্তুষ্টি প্রকাশ করে এবং র‍্যাবের তরফ থেকে অপকর্ম থেকে ফিরে এসে সুন্দর ও স্বাভাবিক জীবনযাপনের অনুপ্রেরণা যোগানোর কথা প্রকাশ করে।

Recommended For You