দেশের মানুষের পুষ্টিকর ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা হবে : খাদ্যমন্ত্রী 

দেশের মানুষের পুষ্টিকর ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা হবে : খাদ্যমন্ত্রী 

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাংলাদেশে খাদ্যের কোন অভাব নেই। এখন জনগণের জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা হবে।

গতকাল মঙ্গলবার বিকেলে কক্সবাজার জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে খাদ্য অধিদপ্তরের রেস্ট হাউজ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, নিষ্ঠা ও দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে খাদ্য বিভাগের কর্মকর্তাদের কাজ করতে হবে। মাঠ পর্যায়ে যারা কাজ করছেন তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। পদোন্নতি কিংবা পদায়নের জন্য ফিট লিষ্ট তৈরি করে যোগ্য ব্যক্তিকে পদোন্নতি যেমন দেওয়া হচ্ছে তেমনি অনিয়ম করলে তাকে আইনের আওতায় নিয়ে শাস্তি দেওয়া হচ্ছে।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন

কক্সবাজারের জেলা প্রশাসক  মুহাম্মদ শাহীন ইমরান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাদ্য সচিব মো: ইসমাইল হোসেন,খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো: আব্দুল্লাহ আল মামুন,নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো: জাকারিয়া ,আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক চট্রগ্রাম এস এম কায়সার আলী ও জেলা খাদ্য নিয়ন্ত্রক কক্সবাজার মো: আব্দুর রহমান। এর পরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার নবনির্মিত তিন তলা বিশিষ্ট রেস্ট হাউজের উদ্বোধন করেন।
শেয়ার করুন:

Recommended For You