ভুমিসেবায় ভোগান্তীর সময় শেষ, স্মার্ট বাংলাদেশ

“স্মার্ট ভুমিসেবা, স্মার্ট নাগরীক” এই স্লোগানে ৯জুন দেশব্যাপী হওয়া ভুমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন রাজশাহীর চারঘাট উপজেলা ইউএনও সাইদা খানম। উপজেলার সুবিধাভোগীরা ৫দিনব্যাপী এই ডিজাটাল সেবা গ্রহন করতে পারবেন।

রবিবার (০৯ জুন) বিকালে উপজেলা ভুমি অফিসের আয়োজনে ভুমি সপ্তাহ-২০২৪ এর শুভ উদ্বোধন হয়।

পরে একটি র‌্যালী উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার আরিফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউএনও সাইদা খানম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চারঘাট পৌরসভা মেয়র একরামুল হক।

রাজশাহীর অন্তর্গত ইউনিয়ন ভুমি অফিসসমুহে স্মার্ট ভুমি উন্নয়ন কর, স্মার্ট নামজারি, খতিয়ান, জমির ম্যাপ, ভুমি বিষয়ক যে কোন পরামর্শ প্রদান এবং ভুমি সংক্রান্ত যে কোন অভিযোগ শ্রবণ ও সমাদান প্রদান সুবিধা ভোগ করতে পারবে বলে জানান, প্রাধান অতিথি। বক্তব্যে একাত্মতা প্রকাশ করেন আমন্ত্রিত অতিথি বৃন্দ। ওই সময় উপজেলা মৎস্য অফিসার ওয়ালি ওল্লাহ মোল্লা, পিআই ও শামীম আহম্মেদ, সার্ভেয়ার (অতিরিক্ত দায়িত্ব কাননঙ্গো) আবদুল্লাহ আল মাসুমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

Recommended For You