
বরগুনা বামনা ও পাথরঘাটা উপজেলায় উৎসবমুখর পরিবেশে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ দুটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রোববার (৯ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
জানা গেছে, গত ২৯ মে তৃতীয় ধাপ উপজেলা পরিষদ নির্বাচনে বামনা ও পাথরঘাটা উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের কারণে তা স্থগিত করা হয়। কমিশনের ঘোষণা অনুযায়ী রোববার ৯ জুন সে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
পাথরঘাটা উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কাপ-পিরিচ প্রতীকে বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা কবির, আনারস প্রতীক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, দোয়াত-কলম প্রতীকে এনামুল হোসাইন, ঘোড়া প্রতীকে হাফিজুর রহমান, মোটরসাইকেল প্রতীকে নূর আফরোজা, চিংড়ি মাছ প্রতীকে আকন মোহাম্মদ সহিদ, হেলিকাপ্টার প্রতীকে হেমায়েত হোসেন।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বই প্রতীকে জাহিদ হাসান, উড়োজাহাজ প্রতিকে জামাল হোসেন, মাইক প্রতীকে মোহাম্মদ শওকত হাসান রমিম, তালা প্রতীকে রেজাউল করিম রাজা ও টিউবওয়েল প্রতীকে নাজেস আফরোজ নয়ন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে ফাতিমা পারভিন, ফুটবল প্রতীকে নাজমুন নাহার, প্রজাপতি প্রতীকে নিলু রানী ও হাঁস প্রতীকে ফারজানাসহ ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপরদিকে বামনা উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ঘোড়া প্রতীকে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইতুল ইসলাম লিটু, আনারস প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান ও দোয়াত-কলম প্রতীকে সৈয়দ মানজুরুর রব মূর্তযা আহসান।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি তা করছেন, টিয়া পাখি প্রতীকে আলতাফ হোসেন হাওলাদার, উড়োজাহাজ প্রতীকে জাকারিয়া হোসেন মহারাজ, মাইক প্রতীকে শাহাদাৎ হোসেন রাজু, তালা প্রতীকে আল-আমিন হাওলাদার, টিউবওয়েল প্রতীকে গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার, চশমা প্রতীকে সাইফুল ইসলাম সরোয়ার ও বই প্রতীকে আলমগীর হোসেন খান। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকে রুমী খানম, কলস প্রতীকে নাজমুন নাহার নাজু ও ফুটবল প্রতীকে মাজেদা খানম ডলি প্রতিদ্বন্দ্বিতা করছেন।