কঙ্গনাকে থাপ্পড় মারা সেই কনস্টেবলের জন্য লাখ রুপি পুরস্কার ঘোষণা

কঙ্গনাকে থাপ্পড় মারা সেই কনস্টেবলের জন্য লাখ রুপি পুরস্কার ঘোষণা

বলিউড অভিনেত্রী ও বিজেপি থেকে নির্বাচিত লোকসভা সদস্য কঙ্গনা রনৌতকে চড় মারা ভারতের কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) সদস্যের সেই নারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাঁকে গ্রেপ্তারও করা হয়েছে। তবে কঙ্গনার গালে চড় মারা জন্য ওই নারী কনস্টেবলকে এক লাখ রুপি পুরস্কার  ঘোষণা করেছেন পাঞ্জাবের এক ব্যবসায়ী। তার নাম শিবরাজ সিং বেইনস।

একটি ভিডিও শেয়ার করে ওই ব্যবসায়ী কুলিন্দর কৌরকে কুর্নিশ জানান তিনি। পাঞ্জাবের সংস্কৃতি এবং মানুষের ভাবাবেগকে বাঁচানোর জন্য ওই সিআইএসএফ কনস্টেবলের প্রশংসা করেন তিনি। একইসঙ্গে কুলিন্দরের পাশে দাঁড়িয়েছেন তার ভাই হিসেবে পরিচয় দেওয়া শের সিং মাহিওয়াল নামের এক ব্যক্তি। একইসঙ্গে তিনি বলেছেন, বোনকে পুরোপুরি সমর্থন করি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে সিআইএসএফের কনস্টেবল কুলিন্দর কৌরের ভাই হিসেবে বক্তব্য রাখতে শোনা যায় তাক। ঘটনার পর কুলিন্দর কৌরের বিরুদ্ধে এফআইআর হয়, কোর্ট অব এনকোয়ারির নির্দেশ দেয় সিআইএসএফ। এরই মধ্যে শের সিং মাহিওয়াল জানান, ওকে এই বিষয়ে সম্পূর্ণ সমর্থন করি।

ডব্লিউ জি নিউজের সর্বশেষ খবর পেতে https://worldglobal24.com/latest/ গুগল নিউজ অনুসরণ করুন

শের সিং মাহিওয়াল বলেন, সংবাদমাধ্যমের থেকে জানতে পারলাম, চণ্ডীগড় বিমানবন্দরে কিছু একটা ঘটেছে। এখন জানতে পেরেছি, কঙ্গনার পার্স এবং মোবাইল চেকিংয়ের সময় ঘটনাটি ঘটে। কৃষক আন্দোলন চলাকালীন কঙ্গনা বলেছিলেন, মহিলারা ১০০ টাকার বিনিময়ে সেখানে এসেছেন…ঝগড়াঝাঁটির পর আমার বোন নিশ্চয়ই ভীষণ রেগে গিয়েছিল। তার পর এই ঘটনা ঘটে। দেশের সেনাবাহিনী এবং কৃষক সব রকমভাবে নিজেদের কর্তব্য পালনে অবিচল। আমার বোনকে এই বিষয়ে পূর্ণ সমর্থন করি।

জানা গেছে, কপুরথালায় কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির অর্গানাইজেশন সেক্রেটারি এই ব্যক্তি। এর আগে বৃহস্পতিবার, চণ্ডীগড় বিমানবন্দরে ঠিক কী ঘটেছিল, তার একটা বর্ণনা অভিনেত্রী ও লোক সভার নতুন এই সংসদ সদস্য নিজেই জানিয়েছেন। তার অভিযোগ, হঠাৎ একটি পাশ থেকে এগিয়ে তাকে থাপ্পড় মারেন কুলবিন্দর, সঙ্গে তেড়ে গালিগালাজ শুরু করেন। কঙ্গনা তাকে জিজ্ঞাসা করেছিলেন, এমন কেন? জবাবে অভিযুক্ত জানান, কৃষক আন্দোলনকে সমর্থন করেন তিনি। তাই এই থাপ্পড়।

আরও পড়ুন:  নিপুণের পার্লারে গিয়ে দেখেন, সেখানে কী হয় : ডিপজল

এদিকে থাপ্পড়কাণ্ডের পরও দুই দলে বিভক্ত নেটিজেনরা। একাংশের মতে, আদর্শের পার্থক্য থাকলেও কারও গায়ে হাত তোলা ঠিক নয়। অন্যদিকে, আরেকদল বলছে, ‘ওই নারী কনস্টেবল ঠিক কাজই করেছেন।’

শেয়ার করুন:

Recommended For You