সাতক্ষীরায় পরিবেশ দিবস উপলক্ষ্যে গাছের চারা বিতরণ

সাতক্ষীরায় পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) সকালে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উপলক্ষ্যে বেসরকারি সংস্থা বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের আয়োজনে সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের ইসলামপুর ১ ও ইসলামপুর ২-এর বাসিন্দাদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে এলাকার মানুষের মাঝে আম গাছের চারা বিতরণ করেন সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. মারুফ হোসেন। আরও উপস্থিত ছিলেন বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য পরশমনি, তামান্না পারভীন, ফরিদ, আসিফ প্রমুখ।
গাছ বিতরণকালে সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. মারুফ হোসেন স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বেশি করে গাছ লাগানোর বিকল্প নেই। আমাদের গাছ লাগাতে হবে এবং তার পরিচর্চা করতে হবে।
শেয়ার করুন:

Recommended For You