কংগ্রেসের স্বপ্নভঙ্গ, মোদিকে লিখিত প্রতিশ্রুতি নাইডু-নীতিশের

জোট সরকার গঠনে ‘ট্রাম কার্ড’ নাইডু ও নীতিশের লিখিত প্রতিশ্রুতি পেলেন নরেন্দ্র মোদি। টানা তৃতীয়বারের মতো আগামী ৮ জুন প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথ নেওয়ার পথ পরিষ্কার হয়ে গেল, রইল না আর কোন প্রতিবন্ধকতা। নতুন সরকার গঠনের জন্য আজই তারা প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন।

বুধবার (০৫ জুন) বৈঠকে বসেন বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জোটের শীর্ষ নেতারা। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত হয় ওই বৈঠক। এতে নতুন সরকার গঠনের বিষয়ে একমত হন নেতারা। একই সঙ্গে মোদিকে সর্বসম্মতিক্রমে এনডিএ জোটের নেতা হিসেবে বেছে নেওয়া হয়।

ওই বৈঠকেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও অন্ধ্র প্রদেশের তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডু মোদিকে লিখিত প্রতিশ্রুতি দিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে।

নরেন্দ্র মোদির সভাপতিত্বে ওই বৈঠকে তেলেগু দেশম পার্টির (টিডিপি) সভাপতি এন চন্দ্রবাবু নাইডু, জনতা দলের (ইউনাইটেড) নেতা ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ছাড়াও শিবসেনা নেতা ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, এলজেপি (রাম বিলাস) নেতা চিরাগ পাসোয়ানসহ বিজেপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে, নাইডু-নীতিশের এমন সিদ্ধান্তে স্বপ্নভঙ্গ হল বিরোধী দল কংগ্রেসের। কংগ্রেস নেতৃত্বাধীন ইনডিয়া জোট চেয়েছিল এই দুই নেতাকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট থেকে ভাগিয়ে এনে সরকার গঠন করবে। কিন্তু তা আর হল না।

মঙ্গলবার ভারতে ১৮তম লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এই নির্বাচনে নরেন্দ্র মোদির বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। দলটি জিতেছে ২৪০ আসনে। এককভাবে সরকার গঠনে দরকার ২৭২ আসন। ফলে জোটের শরিকদের নিয়ে সরকার গঠনের প্রয়োজন হয়। এক্ষেত্রে নীতিশ-নাইডু ‘ট্রাম কার্ড’ হয়ে যান। কেননা, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩ আসন পেলেও গুঞ্জন শোনা যাচ্ছিল নীতিশ-নাইডুর সঙ্গে যোগাযোগ করেছে কংগ্রেস।

চন্দ্রবাবু নাইডুর দল তেলেগু দেশম পার্টি পেয়েছে ১৬টি আসন। আর নীতীশ কুমারের জনতা দল- ইউনাইটেড পেয়েছে ১২টি আসন।

উল্লেখ্য, কংগ্রেস নেতৃত্বাধীন ইনডিয়া জোট পেয়েছে ২৩৩ আসন। কংগ্রেস এককভাবে পেয়েছে ৯৯ আসন।

 

খবর: এনডিটিভি

শেয়ার করুন:

Recommended For You